মাদারীপুরে পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মাদারীপুরের ‘শিরখাড়া পাবলিক লাইব্রেরি’র নতুন ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মাদারীপুরের ইতিহাস গবেষক ও লেখক ডা. আব্দুল বারি।

পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণ কাজের উদ্বোধনলাইব্রেরির সভাপতি সামসুদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- উদীচী মাদারীপুর জেলা সংসদের সভাপতি ডা. রেজাউল আমিন, লেখক ও সম্পাদক জহিরুল ইসলাম খান, গল্পকার মাসুদ সুমন, কবি ও গল্পকার রিপনচন্দ্র মল্লিক, লেখক ও সাংবাদিক সঞ্জয় কর্মকার অভিজিৎ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলফিকার আলী, পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাতা সদস্য আল মামুন ও শাহ আজম জনি, কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার বৈদ্য, দাতা সদস্য কাজী মাহবুব মিলন, সদস্য রুবেল মাহমুদসহ অন্যরা।

পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাহিত্য আলোচনায় বই পড়ার গুরুত্ব নিয়ে আলোকপাত হয়। এছাড়া ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি আগামীতে এলাকার মানুষের জ্ঞানার্জনে আরও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।