মঙ্গলবার প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের করে জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস,অটোটেম্পু ওনার্স গ্রুপ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ এনেছেন।
এদিকে ধর্মঘটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ধর্মঘটনের কারণ সকাল থেকে বিভিন্ন বাস স্টপেজে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে অল্পকিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকামুখি যানবাহনের সংখ্যা ছিল খুবই কম।
এদিকে যানবাহন চলাচলে কেউ যাতে বাধা না দেয় এজন্য মাঠে রয়েছেন মানিকগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া, পাটুরিয়া ফেরি ঘাটসহ বিভিন্নস্থানে তারা অবস্থান নিয়েছে।
মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই একপক্ষ ধর্মঘট ডেকেছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা শ্রমীকলীগ সভাপতি বাবুল সরকার। আরেক পক্ষে রয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারাও দুই গ্রুপে অবস্থান নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।