পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরুঝড়ো হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার পর পুনরায় বিকাল সোয়া পাঁচটার দিকে চালু হয়েছে। এর আগে ঝড়ো হাওয়ার কারণে বিকাল সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পর আবহাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিকাল সোয়া ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঝড়ো বাতাস নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় কোনও প্রভাব পড়েনি। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের চাপ অপেক্ষাকৃত কম বলে জানান মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।