আগামী নির্বাচনে আ. লীগ থেকে মনোনয়ন চান অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে আওয়ামী লীগের থেকে মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন। শনিবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জের দেওভোগে কাটা কাপড়ের মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি মন্ত্রী, এমপি না হলেও একজন আইনজীবী হিসেবে আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি আপনাদের সমর্থন ও দোয়া চাই। আপনাদের সেবা করে যেতে চাই। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। আশা করি আপনারা আমার পাশে থাকবেন।’

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য সাগুপ্তা ইয়াছমিন এমিলি। তিনি ২০০৯ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। ১৯৯৬ সালে তিনি সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।

আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় কাজ হলো দেশকে বাঁচানো, পরিবেশ রক্ষা করা, যানবাহন ও রাস্তাঘাট উন্নত করা। বর্তমান সরকার তা-ই করছে। ঢাকা-মাওয়া সড়কের উন্নয়ন কাজে বড় বড় যে মেশিন ব্যবহার করা হচ্ছে আমার জীবনে এত বড় বড় মেশিন দেখি নাই। এত বড় বড় কন্ট্রাক্টর দেখি নাই। উন্নয়নের স্বার্থে এখন দেখছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

দেওভোগ কাটা কাপড়ের মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশে মাহবুবে আলম বলেন, ‘অনেকে মামলা-মোকদ্দমা ফন্দি করে রেলওয়ের জমি দখল করে রেখেছে। আমি কারও নাম বলেতে চাই না। আপনারা একটা সমিতি করে রেলওয়ের জমি লিজের জন্য আবেদন করেন। যদি রেলওয়ের জমি রেলের কাজে প্রয়োজন না হয়, তবে আপনারা (ব্যবসায়ীরা) লিজ যাতে পেতে পারেন এজন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবো।’