গোপালগঞ্জে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

স্টেডিয়ামের জায়গা পরিদর্শনকালে নাহিম রাজ্জাক এমপিগোপালগঞ্জ জেলায় সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ইতোমধ্যে জায়গা বাছাই ও পরির্দশন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত সাবকমিটি।

প্রকল্প পরিচালক হাসান আহম্মেদ সারোয়ার জানান, তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় বের করে আনতে প্রকল্পের মাধ্যমে ১৩১টি উপজেলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এরই  আওতায় গোপালগঞ্জের ৪ উপজেলায় প্রথম ধাপে এই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রতিটি মিনি ষ্টেডিয়ামের জন্য ৪২ থেকে ৫০ লাখ টাকা নির্মাণ ব্যায় ধরা হয়েছে।  

স্টেডিয়াম নির্মাণের স্থানযুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত সাব কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি ও আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি জানান, সরকার সারাদেশে মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছে। এতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে-মেয়েদের খেলার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মাদকের মরণফাঁদের দিকেও তারা অগ্রসর হবে না।