ফরিদপুরে নারী পাচার চক্রের ৮ সদস্য গ্রেফতার

ফরিদপুরফরিদপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী পাচার চক্রের ৮ সদস্যকে গ্রেফতার ও তিন নারীকে উদ্ধার করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার (২৫ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-৮ এর  কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার  মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক নারী পাচার চক্রের সদস্যরা হলো  মো. লিটন শেখ(৩০), নাসিমা বেগম(৫০), নাইমুজ্জামান রাজু(১৯), শারমিন বেগম(৩৩), মো. মোস্তাক খান(৪০), শেখ আলাউদ্দিন(৬০), তানজিলা আক্তার(১৯), শেখ আফজাল(৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি ফরিদপুর  সদর উপজেলায়।  

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক জানান, এক কিশোরীকে জোরপূর্বক আটকে রেখে তাকে বিদেশে পাচার করার চেষ্টা করেছিল একটি চক্র। পরে ওই কিশোরী কৌশলে পালিয়ে এসে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কাছে বিষয়টি জানালে র‌্যাব সদস্যরা সদর উপজেলার বাখুন্ডা ও শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে  এ ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ নারী পাচার চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। এসময় তিন নারীকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায়  কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায়  মামলা দায়ের করেছে।