যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

ঢাক-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যানবাহন চলছে

ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন। গতবছর ঈদের এক সপ্তাহ আগেও যানজটে নাকাল ছিল মহাসড়কটি। এবারও মহাসড়কটিতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছিল। তবে এবার ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। বুধবার ( ১৩ জুন) দুপুরে মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে যানজটের কোনও চিত্র চোখে পড়েনি। ফলে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে না ঘরমুখো মানুষের।

যানজটমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন,‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে গাজীপুরের চন্দ্রা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত চারলেন ও কয়েকটি ব্রিজ খুলে দেওয়া হয়েছে। এ জন্য যানজটের সৃষ্টি হচ্ছে না। আশা করছি, এবার মানুষ যানজটের কোনও প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবেন।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় জানান, এবার ঘরমুখো মানুষের যানজটে পড়ার তেমন কোনও আশঙ্কা নেই। যানজট নিরসনে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সবসময় তৎপর রয়েছে।