ভোটারদের ওপর আস্থা আছে, তারা আমাকে এবং নৌকায় ভোট দিবে: জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহাঙ্গীর আলম পথসভায় বক্তব্য রাখছেন

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর বলেন,‘আমি বিশ্বাস করি ও ভোটারদের ওপর আমার আস্থা আছে, সিটি নির্বাচনে তারা সুষ্ঠুভাবে আমাকে এবং নৌকায় ভোট দিবে। এখানে আমরা সবাই এক। কেউ যেন কোনও বিভ্রান্তিমূলক কথা বা সংর্ঘষে না জড়ায় সেদিকে সবাই খেয়াল রাখবেন। কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। যারা কাউন্সিলর থাকবেন আপনাদের মূল্যায়িত করেই এখানে সব কাজ করা হবে। এটি স্থানীয় নির্বাচন, স্থানীয় মানুষ এবং ভোটারদের নিয়ে উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে হবে এটাই আমার প্রত্যাশা। আগামী ২৬ তারিখের নির্বাচনে সবার সহযোগীতা এবং নৌকা মার্কায় ভোট চাই। মঙ্গলবার দুপুর আড়াইটায় দিকে মহানগরের ৫নং ওয়ার্ডের সুরাবাড়ি-ধানশিড়ি স্কুল মাঠের পথসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

পথসভায় জাহাঙ্গীর আরও বলেন,‘কাশিমপুর এলাকা এখনো কম জনবসতিপূর্ণ। খুব সহজেই এখানে পরিকল্পিত নগর গড়ে তোলা যাবে। এখানে রাস্তাঘাট হয়নি। আমি নির্বাচিত হলে আওয়ামী লীগ নেতাদের এবং এলাকার মুরব্বীদের নিয়ে একটি মাস্টার প্লান করে সেই মোতাবেক কাজ করবো। তিনি সব নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বিকেলে ১১নং ওয়ার্ডের কালের ভিটা পথসভায় যোগ দেন। পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জাহাঙ্গীর আলম একজন ভালো মানুষ। আপনারা নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের ভোট বিফলে যাবে না। জননেত্রী শেখ হাসিনার সহযোগীতায় একটি পরিকল্পিত নগর উপহার দিতে পারবে জাহাঙ্গীর। 

তিনি আরও বলেন, জাহাঙ্গীরের একার পক্ষে ১১ লাখ ভোটারের কাছে পৌঁছা সম্ভব না। নেতাকর্মীরা প্রত্যেকেই এক একজন জাহাঙ্গীর হয়ে ভোটারের কাছে ভোট প্রার্থনা করছে। ইনশাআল্লাহ আগামী ২৬ জুন নির্বাচনে নৌকার বিশাল বিজয় সুনিশ্চিত।