ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় গ্রেফতার ৩

টাঙ্গাইল

 

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে আনন্দ চন্দ্র শীল (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ জুন) রাতে উপজেলার চৌধুরিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বুধবার (২০ জুন) সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আনন্দ শীল (৬০) ওই এলাকার মৃত পলান শীলের ছেলে।

নিহতের ছেলে রামচন্দ্র শীল জানান, জমি নিয়ে আমার কাকা সুরেশ চন্দ্র শীলের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কাকার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার পরও তিনি প্রায়ই জমির হিস্যা নিয়ে বাবার সঙ্গে বিবাদ করতো। ঘটনার দিন সন্ধ্যায় বাবা বাড়িতে আসার পর কাকা তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কাকা সুরেশ শীলসহ তার পরিবারের লোকজন বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ‘এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে। ঘটনার রাতেই মামলার প্রধান আসামি নিহতের ছোট ভাই সুরেশ চন্দ্র শীলের তিন মেয়েকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’