জামালপুর পৌরসভার ১৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

 

জামালপুর পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিনতুন কোনও করারোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের ১৬৮ কোটি টাকার বড় বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টায় জামালপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১৬৮ কোটি ২৫ লাখ চৌত্রিশ হাজার  ৬৮৯ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৪৮২ টাকা। বাজেটে সরকারি ৫টি বড় প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। সবমিলিয়ে রাস্তাঘাট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, বজ্য ব্যবস্থাপনা, নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

জামালপুর পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে ২০১৮-১৯ অর্থ বছরের এই প্রস্তাবিত বাজেট অবিস্মরণীয় বাজেট বলে ধারণা করা হচ্ছে।

বাজেট ঘোষণার সময় প্যানেল মেয়র, পৌর কাউন্সিলররা ছাড়াও পৌরসভার সচিব নূরুল ইসলাম মিন্টু, হিসাবরক্ষক আসাদুজ্জামান, কাউন্সিলররাসহ ও সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।