শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিহতের স্বামী শামীম আহমদ গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিককে তার স্বামী গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার মুলাইদ এলাকার আনিছুর রহমানের বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) মোস্তাফিজুর রহমান।

নিহত নারী পোশাক শ্রমিকের নাম ঝুমা আক্তার (২২)। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আহম্মদ আলীর মেয়ে। তার স্বামীর নাম শামীম আহমদ (২৬)। সে একই উপজেলার কুমারুলী গ্রামের আব্দুল আজিজের ছেলে। ঝুমা স্থানীয় বদর স্পিনিং মিল এবং তার স্বামী পাশের রঙ্গিলা বাজার এলাকার আনোয়ারা নিট কম্পোজিট কারখানায় শ্রমিকের কাজ করতো।

বাড়ির মালিক আনিছুর রহমানের বরাত দিয়ে এস আই মোস্তাফিজুর রহমান জানান,  প্রায় এক বছর আগে শামীম তার স্ত্রী ঝুমাকে নিয়ে উপজেলার মুলাইদ এলাকার (মাজম আলী মোড়) আনিছুর রহমানের বাড়িতে বাসা ভাড়া নেয়। স্বামী-স্ত্রী উভয়েই ঈদের ছুটি শেষে গত শুক্রবার (২২ জুন) বাড়ি থেকে শ্রীপুরের ভাড়া বাসায় আসে। শনিবার সন্ধ্যায় তারা অফিস থেকে এসে ঘরের কাজ শেষে ঘুমিয়ে পড়ে। পরে রাত তিনটার দিকে মাজম আলী মোড়ের নিরাপত্তাকর্মী আব্দুস সাত্তার শামীমকে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যেতে দেখলে সন্দেহ হয়। পরে শামীমকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে ব্যাগ রেখে প্রাকৃতিক কাজ সেরে আসার কথা বলে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মী বাড়ির মালিককে বিষয়টি জানায়। পরে বাড়ির মালিক শামীমের বাসায় ঢুকে ঝুমাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

এস আই মোস্তাফিজুর জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে ঝুমাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।