জনগণের রায় মেনে নিতে প্রস্তুত: জাহাঙ্গীর আলম

 ভোট দিচ্ছেন জাহাঙ্গীর আলমগাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ভোট দিয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুরের ছয়দানায় তার নিজ বাসভবন থেকে বের হয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সোয়া ৯টার দিকে তিনি ভোট দেন। ভোট দেওয়ার সময় তার মেয়ে সঙ্গে ছিল।

ভোট দিয়েছেন জাহাঙ্গীর আলমভোট দেওয়ার পর জাহাঙ্গীর বলেন, ‘জনগণ তাদের ভোটের মাধ্যমে যে রায় দেবে  সেই রায় আমি মেনে নিতে প্রস্তুত আছি। জয়কে জয় আর পরাজয়কে পরাজয় মেনে নিতে আমি মানসিকভাবে প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি গাজীপুরের মানুষ আমাকে ভোট দেবে। গাজীপুরে নৌকার বিজয় আনতে পারবো বলে আমি শতভাগ আশাবাদী।’

নেতাকর্মীদের প্রতি কোনও নির্দেশনা আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘সব শ্রেণির ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছি।’

জাহাঙ্গীর বলেন, ‘আপনারা দেখছেন সাধারণ মানুষ সুন্দরভাবে ভোট দিচ্ছেন। সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সবাই তাদের অধিকার বাস্তবায়নের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন।’

বিএনপি মেয়র পদপ্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল দেওয়ার দিন থেকে তিনি বিভিন্ন ধরনের কথা বলছেন, বিভিন্ন মিথ্যা বিবৃতি দিচ্ছেন। আমি বলেছি, না জেনেশুনে গাজীপুরের ভোটারদের কিছু বলা তার ঠিক হবে না।’

তিনি বলেন, ‘কেন্দ্রে আসা সব ভোটারদের আমরা স্বাগত জানাচ্ছি। তারা যাতে নিজেদের অধিকার বাস্তবায়ন করতে পারেন সে বিষয়ে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।গাজীপুরের একটি ঐতিহ্য আছে। এখানে যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, সেজন্য সবাই কাজ করছেন।আমি গাজীপুরের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য নির্বাচনে দাঁড়িয়েছি।’

গাজীপুরে এবার মোট ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ সিটিতে এবার নতুন ভোটার একলাখ ১১ হাজার। এ ছাড়া, শ্রমিক ভোটার দুই লাখের বেশি। সিটির ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৩৩৭টিকে ঝুঁকিপূর্ণ ও ৮৮টিকে সাধারণ চিহ্নিত করা হয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন:

গাজীপুরে ভোটের লড়াই শুরু