উৎসবমুখর পরিবেশে গাজীপুরে ভোটগ্রহণ চলছে

কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইনউৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দিনের শুরুতে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করে। মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবে তারা ভোটা দিচ্ছেন। এখনও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছানাউল্লাহ সরকার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ শান্ত ও স্বাভাবিক।  কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইনএকই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ষাটোর্ধ্ব  মমতাজ বেগম। নাতির হাত ধরে  লাঠিতে ভর করে তিনি ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘ভোট দিতে আসছি। যাতে ভালো কেউ যেন জিতে।’

36249468_10215529231691460_4109198089158393856_n

ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছিলেন আসমা আক্তার। তিনি বলেন, ‘লাইন একটু বেশি লম্বা। আরও বুথ থাকলে সুবিধা হতো। ভোট দিতে এসে কোনও ঝামেলায় পড়তে হয়নি।

ভোট দিচ্ছেন একজন নারী ভোটারমহানগরের সালনা এলাকার ১৯ নং ওয়ার্ডের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম সরকার জানান, সকাল পৌনে ৮টা থেকে ভোটাররা ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়াতে শুরু করেন। খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। 

36176356_10215528719678660_4004675846647316480_nসালনা বাজারের মুদি ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বলেন, ‘ভোট শুরুর আগে থেকেই বৃষ্টি শুরু হওয়ায় উপস্থিতি কম ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর উপস্থিতি বাড়তে শুরু করে।’

34985056_10215529233331501_487445987430760448_n

বঙ্গবন্ধু কৃষি বিশবিদ্যালয়ের উচ্চমান সহকারী রহিমা আক্তার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোট দিয়ে আসছি। কোনও ঝামেলা পোহাতে হয়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সহযোগিতা করেছেন।’

বোর্ডবাজারের কলমেশ্বর এলাকার (৩৫ নম্বর ওয়ার্ড) হাজী আহম্মদ আলী পাবলিক স্কুল নারী ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।  এই কেন্দ্রে নারী ভোটারদের প্রচণ্ড চাপ দেখা গেছে।

ভোটাররা জানিয়েছেন,  ‘কোনও সমস্যা নেই। শান্তিপূর্ণভাবেই আমরা ভোট দিচ্ছি।’

কেন্দ্রে বাইরে অপেক্ষা করছেন নারী ভোটাররাআইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত এসআই হাসান জানান, এখানে কোনও সমস্যা নেই। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

ভোটার নাজমা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, ১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। কেন্দ্রে আসতে কোনও ঝামেলা হয়নি।

IMG_20180626_094358-(1)

খাইলকৈর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে  ভোটারদের ভিড় চোখে পড়ার মতো।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনও বিশৃঙ্খলা ঘটেনি।’

 ছবি: সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন:

গাজীপুরের রাস্তায় যানবাহন কম, নেই যানজট

 

জনগণের রায় মেনে নিতে প্রস্তুত: জাহাঙ্গীর আলম

গাজীপুরে ভোটের লড়াই শুরু