দোহারে দেয়াল ধসে দুই স্কুলছাত্রের মৃত্যু

ঢাকাঢাকার দোহার উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ির দেয়াল ধসে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার চরজয়পাড়া গ্রামে দেয়ালের পাশে খেলার সময়ে চাপা পড়ে তারা নিহত হয়। নিহতরা হলো ওই গ্রামের মোঃ ইয়ানুসসের ছেলে মোঃ রাতুল হোসেন(১৩) এবং মোঃ রফিকের ছেলে মোঃ হোসেন(১১)।
এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে নিহত ওই দুই স্কুলছাত্র মমিন আলী নামে এক ব্যক্তির পরিত্যক্ত একটি বাড়ির দেয়ালের পাশে খেলছিল। তখন দেয়ালের উপরে একটি পাখির বাসা দেখে তা পাড়তে দেয়ালে ওঠে। হঠাৎ দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়ে ওই দুজন। ঘটনাস্থলেই হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর স্কুলছাত্র রাতুলকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকার একটি হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে রাতে রাতুলের মৃত্যু হয়।

মোঃ রাতুল দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এবং মোঃ হোসেন চরজয়পাড়া খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।