শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত

মুন্সিগঞ্জে প্রচণ্ড বাতাস ও স্রোতে কারণে ফেরি চলাচল বিঘ্নিত



প্রচণ্ড বাতাস ও প্রবল স্রোতের কারণে পদ্মা উত্তাল হয়ে যাওয়ায় ফেরি চলাচল বিঘ্ন সৃষ্টি হয়েছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৬ টি ফেরির মধ্যে ৯ টি ফেরি চলছে। স্রোতের চাপ বেড়ে যাওয়ায় গতরাত ১০ টা থেকে ৭ টি ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ছোট বড় যানবাহন মিলিয়ে শনিবার সকাল থেকে তিনশ’ বেশি গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। 
বিআইডব্লিউটিসি শিমুলিয়ার উপমহব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, স্রোত ও বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে গত রাত ১০টা থেকে ৭টি ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ৩টা রো রো, ৪টা কে টাইপ ও ২টা মিডিয়াম এই ৯ ফেরি চালু রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ডাম্প ফেরিগুলো চালু করা হবে।  ছোটবড় যানবাহন মিলিয়ে অনেক গাড়ি পার হওয়ার অপেক্ষায় ঘাটে অবস্থান করছে। এর মধ্যে আটরশির পীরের কাফেলাও আছে। 
বিআইডব্লিউটিএ’র নৌ ট্রাফিক (পরির্দশক ) মো. সুলেমান জানান, ছোট লঞ্চ বন্ধ রয়েছে। বড় লঞ্চ চলাচল করছে।