মাদারীপুরে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আগুনে পুড়ছে কারেন্ট জালমাদারীপুরে ২০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ জুলাই) রাতে শহরের পুরোনো ট্রলার ঘাট এলাকায় জব্দ করা ওই কারেন্ট জাল আগুনে পোড়ানো হয়। সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা নাহিদ এসময় উপস্থিতি ছিলেন।

জেলা মৎস বিভাগ কর্মকর্তারা জানান, আড়িয়াল খাঁ নদের বিভিন্ন অংশে মাছ শিকারে অবৈধভাবে কারন্টে জাল ব্যবহার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মৎস বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেলে পালিয়ে যান জেলেরা। নদটির বিভিন্ন অংশে জেলেদের ফেলে রাখা ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর রাতে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশকে বাঁচিয়ে রাখতে ও মাছের উৎপাদন বৃদ্ধিতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস কর্মকর্তারা।

জাল পোড়ানো দেখছেন কর্মকর্তারাঅভিযানে উপস্থিত ছিলেন– জেলা মৎস কর্মকর্তা আবদুস ছাত্তার, উপজেলা মৎস কর্মকর্তা রণজিৎ কুমার, সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আব্দুর রহিমসহ অন্যরা।