ফতুল্লায় শিশু মাহী নির্যাতন: দম্পতি কারাগারে

শিশু মাহীনারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহকর্মী শিশু মাহীকে নির্যাতনের দায়ে আতাউল্লাহ খোকন ও তার স্ত্রী উর্মী আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২২ জুলাই) তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে মাহীর জবানবন্দি রেকর্ড করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইনপেক্টর হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরে মাহীকে সমাজসেবা কার্যালয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে খুন্তি দিয়ে ছ্যাঁকাসহ কিল-ঘুষি এবং গরম পানি ঢেলে দিয়ে মাহীকে নির্যাতনের অভিযোগে এলাকাবাসী আতাউল্লাহ খোকন ও তার স্ত্রী উর্মী আক্তারকে আটক করে পুলিশে দেয়। এই দম্পতি তিন মাস আগে মাহীকে তাদের বাসায় নিয়ে আসে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মাহীকে উদ্ধারের পর নারায়ণগঞ্জ ৩০০ বেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। তবে তার পরিবারের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাদের পাওয়া গেলে শিশুটিকে বাবা-মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে। শনিবার রাতে স্থানীয় জাকির হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। রবিবার মাহীকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করে ২২ ধারায় নির্যাতনের জবানবন্দি রেকর্ড করা হয়।