নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় তীরে পশুর অবৈধ হাট উচ্ছেদ

ভেঙে ফেলা হচ্ছে পশুর হাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনুমোদন ছাড়া বসানো অস্থায়ী পশুর হাট উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকায়  বসানো হাটটির বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, সহকারী পরিচালক মো. শাহআলম, ইশরাক হাসান, আনসার কমান্ডার বিল্লালসহ আনসার সদস্যরা।

ভেঙ্গে ফেলা অবৈধ শীতলক্ষার পাশের অবৈধ পশুর হাঁট

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর নদীর তীর রক্ষায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের তৎকালীন যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। পরে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের যৌথ বেঞ্চ শীতলক্ষ্যা নদীর তীরে পশুর হাট বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। তিন বছর আগে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। ওই খালি জায়গা ক্ষমতাসীন দলের কয়েকজন প্রশাসনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে হাট বসানোর চেষ্টা করে আসছিল। তারা ওই খালি জায়গায় হাট বসানোর লক্ষ্যে বাশের টাওয়ার স্থাপন করাসহ বাশ ও তিরপাল দিয়ে প্যান্ডেল তৈরি করেছিল। তবে বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিএ’র একটি টিম ঝটিকা অভিযান চালিয়ে হাটের জন্য লাগানো বাশের টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মো. শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে অবৈধ হাটটির স্থাপনা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি কাগজপত্র বিহীন ড্রেজার আটক করা হয়েছে।

ভেঙ্গে ফেলা অবৈধ শীতলক্ষার পাশের অবৈধ পশুর হাঁট