যাত্রীবাহী দুই লঞ্চের প্রতিযোগিতা, গরুবোঝাই ট্রলারডুবি

গরুবোঝাই ট্রলারডুবিনারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের প্রতিযোগিতায় গরুবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ২৯টি গরুর মধ্যে ৫টি গরু উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার পাকুল্যা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠ হাটের উদ্দেশে ২৯টি গরু নিয়ে চার গরু বেপারীসহ ৯ জন মাঝি-মাল্লা ট্রলারযোগে আসছিলেন। ট্রলারটি সন্ধ্যা ৭টার দিকে  বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাটের কাছাকাছি আসে। তখন দুটি যাত্রীবাহী লঞ্চ ঘাটে ভেড়ানোর চেষ্টাকালে যাত্রীবাহী লঞ্চ এম.ভি ধুলিয়া-১ এর সঙ্গে সজোরে ধাক্কা লেগে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা ২৯টি গরুর মধ্যে ৫টি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরি দল নিখোঁজ গরু উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে। এদিকে ট্রলারে থাকা চার বেপারীর মধ্যে তিন জন প্রথম দিকে নিখোঁজ থাকলেও পরে তাদেরকে নদী থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় গরুর বেপারী, ট্রলারের মাঝি-মাল্লাসহ ৭ জন আহত হয়েছেন। তাদেরকে নগরীর খানপুর  হাসপাতালে পাঠানো হয়েছে।

গরুর বেপারীরা ও ট্রলার চালক জানিয়েছেন, যাত্রীবাহী লঞ্চ দুটি প্রতিযোগিতা করে ঘাটে ভেড়ানোর চেষ্টা করলে লঞ্চের ধাক্কায় তাদের গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। লঞ্চ চালকের বেপরোয়া চালানোর কারণেই ট্রলারটি ডুবে গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এই ঘটনায় পুলিশ বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ধুলিয়া-১ ও লঞ্চের হেড মাস্টার ফারুককে আটক করা হয়েছে। ওই ট্রলারের ২৯টি গরুর মধ্যে ৫টি গরু উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ২৪টি গরু।