গোপালগঞ্জে ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

গোপালগঞ্জপূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার গভীর রাত থেকে গোপালগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান,  বৃহস্পতিবার বিকাল ‍তিনটা থেকে শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর উত্তাল থাকায় আগামীকাল শনিবারও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। সবচেয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে কাঁচা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া ক্ষেত তলিয়ে যাওয়ায় শাক-সবজিরও ক্ষতি হয়েছে।