গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

লাশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত কসমেটিক ব্যবসায়ী রাজিব হোসেন (৩০) মারা গেছে। শনিবার দুপুরে তিনি ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত রাজিব গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্দান গ্রামের আলী আকবরের ছেলে।

বাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল ভূইয়া জানান, গাজীপুর শহরের জয়দেবপুর বাজার এলাকার তানভীর প্লাজায় কসমেটিকের ব্যাবসা করতেন রাজিব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পথে বাঙ্গাল গাছের বাঁশ বাজার এলাকায় গিয়ে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় অটোরিকশাটি যাত্রীসহ ওই বাঁশ বাজার এলাকার সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে থাকা বাঁশের ভেতর ঢুকে যায়। এতে একটি বাঁশের সরু অংশ রাজিবের বুক ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। স্থানীয়রা করাত দিয়ে বাঁশ কেটে রাজিবকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে আছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে রাজিব মারা যায়।