বশেমুরবিপ্রবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

Gopalganj University Photo-10.10.2018গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বুধবার শোভাযাত্রা ও দিনব্যাপী মানসিক স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এমএ সাত্তার, মানবিক অনুষদের ডিন মো. আশিকুজ্জামান ভূঁইয়া, উপরেজিস্ট্রার খান মোহাম্মদ আলী, জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মুহাম্মদ রবিউল্লাহ, প্রভাষক নুসরাত শারমিন, মাসুমা পারভীন প্রমুখ।অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।