কেরানীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

জব্দ জাল পোড়ানো হয়ঢাকার কেরানীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা বাজারের বুড়িগঙ্গা নদীর পাড়ে একটি  জালের দোকান থেকে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যাবেলা উপজেলা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এসব অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ড. খালেদ কনক বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) প্রমথ রঞ্জন ঘটক জিনজিরা বাজারের বুড়িগঙ্গা নদীর পাড়ে অভিযান চালান। এসময় একটি দোকান থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।