কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত

পাটুরিয়া ফেরিঘাট (ছবি: সংগৃহীত) কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলদিয়া রুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় পারের মধ্যে যানবাহন পারাপার বিঘ্নিত হয়। কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটটি ফেরি ও পাটুরিয়া ঘাটে আরও আটটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহাকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দন রাসেল বাংলা ট্রিবিউনকে ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা থেকে ঘন কুয়াশার কারণে ওই রুটের সব ফেরি চলাচল বন্ধ ছিল।

ফেরির মাস্টারদের বরাত দিয়ে তিনি আরও জানান, কুয়াশার মাত্রা এত বেশি ছিল যে কাছের বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে দুর্ঘটনার শঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার মাত্রা কমে আসলে সকাল সাতটা থেকে চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আড়াইশ’ পণ্যবাহী ট্রাক ও ৬০টির মতো যাত্রীবাহী কোচ আটকে রয়েছে।