দোহারে ৯ জেলের দণ্ড

জব্দ ইলিশ দেখছেন দোহারের ইউএনওপদ্মা নদীর দোহার অংশে ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ জেলেকে  ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুই জেলেকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা এই দণ্ড দেন।

পদ্মার দোহার অংশ থেকে জব্দ ইলিশইউএনও জানান, এছাড়া ১৩০ কেজি ইলিশ ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালগুলো পোড়ানো হয়েছে। জব্দ মাছ মাহমুদপুর আশ্রয়নের ১৩০ ঘরে ও দুইটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

পদ্মার দোহার অংশ থেকে জব্দ জাল পোড়ানো হয়অভিযানে উপজেলা মৎস্য অফিসার এবিএম জাকারিয়াসহ পুলিশ সদস্যরা ছিলেন।