আড়াইহাজারে নিহত ৪ যুবকের পরিচয় মেলেনি





সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল্লাহ আল মামুননারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচরুখি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে উদ্ধার নিহত চার যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, পরিচয় শনাক্তের জন্য লাশের ছবি থানায় থানায় পাঠানো হয়েছে। রবিবার (২১ অক্টোবর) ভোরে স্থানীয়রা মহাসড়কের পাশে লাশগুলো দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে একজনের পরনে রয়েছে— সাদা-সবুজ রঙের লুঙ্গি ও গাড় নীল রঙের গেঞ্জি; আরেক জনের পরনে জিন্স প্যান্ট ও রানী কালারের গেঞ্জি; অপর দুজনের একজনের পরনে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি এবং অপর জনের পরনে রয়েছে জিন্স প্যান্ট ও লাল-নীল-সবুজ ডোরা কাটা গেঞ্জি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ভোরে ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করি। লাশগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলে স্থানীয়রা ও পুলিশের গাড়িঘটনার সময় মহাসড়কে কোনও টহল পুলিশ ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এএসপি বলেন, ‘টহল পুলিশ ছিল। কিন্তু আমরা ধারণা করছি তাদের অন্য কোথাও হত্যা করে লাশগুলো এখানে ফেলে রাখা হয়েছে। সে কারণে টহল পুলিশ বুঝতে পরেনি। তবে ময়নাদতন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয়দের দাবির বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্থানীয়দের এমন অভিযোগের বিষয়ে আমরা শুনেছি। তবে তারা গুলিতে মারা গেছেন কিনা তা জানতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এর আগে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহতদের চার জনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। যে কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না। তবে তাদের শরীরের কোথাও গুলি বা মারধরের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

আরও পড়ুন...

আড়াইহাজারে মহাসড়কের পাশে ৪ যুবকের লাশ