মুন্সীগঞ্জে ইলিশ ধরায় ২৩ জেলের দণ্ড, ১৫ লাখ মিটার জাল জব্দ

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৩ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ২০ জেলেকে ৮ দিন করে কারাদণ্ড এবং অপর ৩ জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় ৫০ কেজি মা ইলিশ ও ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ ও লিটন ঢালী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ জন জেলেকে ৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জন জেলেকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে জব্দকৃত মা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত জাল পদ্মা নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।