স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জে ব্যাংকিং কানফারেন্স উপলক্ষে র‌্যালিস্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকালে জেলা শহরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলার সব তফসিলি ব্যাংকের আয়োজনে ও স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে স্থানীয় পৌরপার্ক থেকে ২৭টি ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইমিংপুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান হায়দার নুরুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন— ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান, বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন খান, গোপালগঞ্জ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এস এম দেলোয়ার হোসেন, অনির্বান স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেন। এছাড়া ২৭টি ব্যাংকের কর্মকর্তারা আলোচনা সভায় অংশ নেন।