ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টগোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব বিশ্বাস (২৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের একটি জমির পাশ থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজীব বিশ্বাস ওই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, আন্ধারকোটা গ্রামের ব্রজেন্দ্র নাথ বিশ্বাস ইঁদুর মারার জন্য জি.আই তার দিয়ে নিজ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে রাজীব বিশ্বাস নিজ জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে ওই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলই নিহত হন। বুধবার সকালে এলাকাবাসী রাজীবের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান।