রূপগঞ্জে খামারে আগুনে পুড়ে ৯টি গরু মারা গেছে





আগুনে পুড়ে যায় গরুর খামারনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গরুর খামার ও একটি ঝুটের গোডাউন আগুনে পুড়ে গেছে। এতে খামারের ৯টি গরু মারা গেছে। শনিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত নুরু মীর জানান, তিনি ও তার বন্ধু কবির হোসেন খামারে ১৬টি গরু লালন-পালন করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো খামার বন্ধ করে তারা বাড়িতে চলে যান। মধ্যরাতে খামারে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন তারা।

নুরু মীর আরও জানান, কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় তাদের ৯টি গরু আগুনে পুড়ে মারা যায়। খামারে থাকা বাকি ৭টি গরুকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও গরুগুলোর শরীর ঝলসে গেছে। প্রতিহিংসা থেকে খামারে কেউ আগুন দিয়েছে বলে ধারণা করছেন তিনি।

ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক জয়নাল মীর জানান, গরুর খামারের পাশেই তার ঝুটের গোডাউন। রাতে গরুর খামার থেকে আগুন তার ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’