‘ছাদ ভেঙে পড়তেছে, এখানে থাকলে নিজ দায়িত্বে থাকবেন’

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স‘এ ওয়ার্ডের ছাদ ভেঙে পড়তেছে, এখানে থাকলে নিজ দায়িত্বে থাকবেন।’ এমন একটি নোটিশ ঝুলছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভবনে। দ্বিতীয় তলায় মহিলা ও পুরুষ ওয়ার্ডের প্রবেশ পথে নোটিশটি টানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জ্যাকলিন রুনু বৈদ্য বলেন, ‘কর্তব্যরত অবস্থায় ছাদের পলেস্তারা খসে পায়ে পড়ে আহত হয়েছি। আমাদের বসার রুমের ছাদের অবস্থা ভালো নয়। ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করে যেতে হচ্ছে। কখনও কখনও ছাদের পলেস্তারা খসে চিকিৎসক ও রোগীরা আহত হচ্ছেন।’

হাসপাতাল কর্তৃপক্ষের নোটিশ কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ‘প্রকৌশল বিভাগ অনেক আগেই এ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। আমরা এখানে রোগী রাখতে চাই না। রোগীরা জোর করে এখানে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নেন। তাই আমরাও সতর্কতামূলক নোটিশ টানিয়ে দিয়েছি। ’

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পলেস্তারা খসে পড়ছে৭ মাস ধরে এই হাসপাতালে গাইনি ও অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ নেই একথা স্বীকার করে ডা. প্রেমানন্দ মন্ডল আরও বলেন, ‘এখানে চিকিৎসক সংকট প্রকট। তাই অপারেশন বন্ধ রয়েছে। চিকিৎসক সংকটের মধ্যেও প্রতিদিন ৩-৪শ রোগীকে আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’