বিজয়ের ৪৭ বছরেও গণতন্ত্র কারাবন্দি: মির্জা ফখরুল

সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরাবিজয়ের ৪৭ বছর পার হয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র কারাবন্দি। দেশে বাক স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে এখনও নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি হয়নি। অথচ নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। আমাদের প্রার্থীদের গুলি করা হচ্ছে। প্রচারের মাঠ থেকে কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়াও দেশে একটি প্রহসনের নির্বাচন করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে মেরুদণ্ডহীন। তবে কারাবন্দি দেশনেত্রীর খালেদা জিয়া মুক্তির জন্য আমাদের আন্দোলন চলবে।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ এক দিকে বিজয় দিবস পালিত হচ্ছে, অন্যদিকে চলছে অন্যায়, অত্যাচার চলছে। তবে যতই অত্যাচার হোক দেশনেত্রীর মুক্তির আন্দোলন থেকে আমরা সরে আসবো না। জনগণ ভোটের মাধ্যমে জবাব দিয়ে নেত্রীকে মুক্ত করবো।’

এসময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, ঢাকা জেলা বিএনপির সভাপতি  দেওয়ান সালাউদ্দিন বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।