গাজীপুরে স্কুলছাত্র নিফাত হত্যার ঘটনায় আটক ৫

নিফাত হত্যার ঘটনায় গ্রেফতার ৫

গাজীপুরে স্কুল ছাত্র ইফতিয়াক হোসেন নিফাত (১১) হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। শুক্রবার বেলা ১২টার দিকে মহানগরের বাহাদুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়ে নিশ্চিত করেছেন।

রফিকুল পরিবার নিয়ে বাহাদুরপুর তুলসি ভিটা এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।

আটককৃতরা হলো, নেত্রকোণা সুসং দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার রজব আলীর স্ত্রী রোজিনা বেগম (৪৫) ছেলে রফিকুল ইসলাম (২৬) ও তার স্ত্রী তানজিনা (১৮), আলী আহম্মেদের স্ত্রী মাজেদা বেগম (৪০) ও কবিরুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম (২৫)।

ওই এলাকার হযরত আলীর ছেলে নিফাত স্থানীয় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল থেকে এ বছর প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায়। বুধবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা নিফাতের মুক্তির জন্য মুঠোফোনে তার বাবার কাছে ৩০ লাখ টাকা দাবি করেছিল বলে জানান নিফাতের মামাতো ভাই আশাদুল হক।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ হওয়ার আগে রফিকুল ও  নিফাত একসাথে ব্যাটমিন্টন খেলছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপহরাণকারী রফিক নিফাতকে তার ভাড়া বাসায় আটকে রেখে তার বাবার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা চাওয়ার সময় নিফাত চিৎকার করলে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় অপহরণকারীরা। পরে নিফাতের গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর রাতেই লাশ নিফাতের বাড়ির পাশে আম বাগানে ফেলে রাখে তারা।