পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ গয়েশ্বরের

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

ঢাকা-৩ আসনে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন,  তার আসনের সবগুলো ভোটকেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের পুলিশের সহযোগিতায় বের করে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জিঞ্জিরাস্থ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগের কথা তুলে ধরেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন,  আমার আসনে ১০৭ কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রে এজেন্ট দিয়েছিলাম। মাত্র দুটি কেন্দ্রে এজেন্ট দিতে পারিনি। এজন্য কেন্দ্রে গতরাত থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা জালভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখে। ছাত্রলীগ, যুবলীগের কয়েকশ নেতাকর্মী আনসারের পোশাক পরে কেন্দ্রে ঢুকে ভোট দিয়ে চলে আসে।

গয়েশ্বর আরও বলেন, আমার এলাকায় ৩০০ নকল পুলিশ ঘোরাফেরা করে বিএনপি নেতাকর্মীদের আতঙ্কিত করে। জালভোটের বিষয়ে ডিসি, ম্যাজিস্ট্রেটদের একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি, আমার অভিযোগ শুনেনি। তিনি আরও বলেন, সুষ্ঠু ভোট হলে জনগণ আমাদের ভোট দিত, ৭০ শতাংশ ভোট আমরা পেতাম।

এদিকে সকাল সাড়ে দশটায় আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তবে তিনি ভোট না দিয়ে বের হয়ে আসেন।

কেন ভোট দেননি- এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, এই কেন্দ্রে আমার কোনও এজেন্ট নাই। তাই ভোট না দিয়ে বের হয়ে এলাম। দেশে ভুয়া ভোট হচ্ছে, কারচুপি হচ্ছে এটার নায়ক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা আমি বিভিন্ন সংবাদমাধ্যমে বলে আসছিলাম।