শেষ মুহূর্তে ভোট বর্জন করলেন মানিকগঞ্জ-১ আসনের ডাবলু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনমানিকগঞ্জ-১ নির্বাচনি আসনের (ঘিওর-দৌলতপুর-শিবালয়) বিএনপি প্রার্থী খোন্দকার আব্দুল হামিদ ডাবলু কারচুপি ও এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধাদানের অভিযোগে ভোট গণনা চালাকালেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে রবিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে লিখিতভাবে নির্বাচন বর্জনের বিষয়টি জানিয়েছেন। কিন্তু তারা এ সংক্রান্ত কোনও পত্র পাওয়ার কথা অস্বীকার করেছেন।

খোন্দকার আব্দুল হামিদের পক্ষ থেকে বিকাল পাঁচটার দিকে নির্বচন বর্জনের কথা জানিয়ে লেখা পত্রটির অনুলিপি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। বেলা ২টার দিকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন, উল্লেখ করে অভিযোগপত্রে তিনি লিখেছেন, নির্বাচনি আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে তার নিয়োজিত পোলিং এজেন্টেদের ঢুকতে দেওয়া হয়নি। এজেন্টদের মারধর করা হয়েছে। ভোট কারচুপিও হয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেছেন, মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর নির্বাচন বর্জন সংক্রান্ত কোনও পত্র তিনি পাননি।

M anikganj-BNP Vote