প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে উপজেলার বরাব এলাকায় অবস্থিত অন্তিম নিটিং অ্যান্ড ফিনিসিং কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-সিলেট মহাসড়ক দেড়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, আগামী সোমবার বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।