রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যাচ্ছে বিশেষ ট্রেন

মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন (ছবি– প্রতিনিধি)

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৮তম পবিত্র বার্ষিক ওরস শরিফে যোগ দিতে রাজবাড়ীর আঞ্জুমান-ই-কাদেরিয়ার ‘মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন’ যাচ্ছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় দুই হাজার ২৬০ জন ওরস যাত্রী নিয়ে ২৪ বগির এ ট্রেন যাবে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে ১৯০২ সাল থেকে এই ট্রেন চলছে।

আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি ও ওরস স্পেশাল ট্রেনের নেতা কাজী ইরাদত আলী বলেন, রবিবার ভারতের মেদিনীপুরে ১১৮তম বার্ষিক ওরস শরিফ জোড়া উদ্‌যাপিত হবে। ওই ট্রেনে রাজবাড়ী এবং আশপাশের জেলা থেকে আগত পাসপোর্টধারী দুই হাজার ২৬০ জন সেখানে যাবেন। এবছর মেদেনীপুর ওরস শরিফে যেতে যাত্রীদের মাথাপিছু ভিসা ফি, ভ্রমণকর, ট্রেন ভাড়া ও অন্য খরচসহ মোট তিন হাজার ৩৫০ টাকা করে নেওয়া হয়েছে। ট্রেনে একহাজার ২৫৪ জন পুরুষ, একহাজার ৬ জন নারী, ৭৬ জন শিশু যাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।

রাজবাড়ী রেলওয়ের টিএক্সআর (ট্রেন পরীক্ষক) কাজী আব্দুল বারেক জানান, ট্রেনটি প্রস্তুত করা হয়েছে। ইঞ্জিন ও বগি ফিট করে রাখা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হানিফ জানান, আঞ্জুমান-ই-কাদেরিয়া, রাজবাড়ীর উদ্যোগে ওরস স্পেশাল ট্রেনটি ৬ লাখ ৯৯ হাজার ৫৬৫ টাকা চুক্তিতে রাজবাড়ী থেকে দর্শনা পর্যন্ত যাবে।

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ট্রেনটি শুক্রবার রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-যশোর-দর্শনা-গেদে স্টেশন হয়ে ভারতের মেদেনীপুর যাবে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মোহাম্মদ আকবর হোসনে জানান, এই ট্রেনে যাত্রীদের জানমাল নিরাপত্তায় জিআরপি পুলিশ সদস্যরা স্টেশন এলাকায় পোশাক ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের বর্ডার দর্শনা পর্যন্ত পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে।