সাড়ে সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

বাংলা ট্রিবিউনের ফাইল ফটো

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সাড়ে সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় মাঝ পদ্মায় আটকে ছিল ৭টি ফেরি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো.বরকতউল্লাহ।

উপ-মহাব্যবস্থাপক শাহ মো. বরকতউল্লাহ জানান,‘ঘন কুয়াশার কারণে ও দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। নদীতে নোঙর করেছিল ৭টি ফেরি। সকালে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় তিনশত ছোট বড় যানবাহন ফেরি পারের অপেক্ষা জন্য করছে।’