স্বাধীনতা দিবসে শ্রীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের রেলস্টেশন পরিচ্ছন্নতা অভিযান

01মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে ফ্রেঞ্চ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যা লি শেষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রীপুর রেলস্টেশনের প্ল্যাটফরম পরিষ্কারের কাজ শুরু করে। বস্তা ও ঝাড়ু হাতে তারা ময়লা পরিষ্কার কাজে অংশ নেয়।

স্কুলের পরিচালক ও শিক্ষক শাহান শাহ জীবন বলেন,‘দেশ স্বাধীনের পর আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু বিশ্বায়নের এ যুগে পরিবেশ হুমকির মুখে। আর এ থেকে বেরিয়ে আসতে হলে নিজের পরিবেশ নিজেই পরিচ্ছন্ন রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এবার পরিচ্ছন্ন পরিবেশ গড়তে কাজে লাগাতে চাই। আমরা নিজেরা সচেতন আর সাধারণের মধ্যে এ সচেতনতা তৈলি করতেই আমাদের এই উদ্যোগ। সব বিশেষ দিবসে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশীদ বলেন,‘শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের এই উদ্যোগ যেকোনও দর্শনার্থীকে তার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করবে।’