পর্যায়ক্রমে দেশের সব নদী দখলমুক্ত হবে: খালিদ মাহমুদ চৌধুরী

বক্তব্য রাখছেন খালেদ মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অনেক নদী দখল করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নদী দখলমুক্ত করা হবে। আগামীতে দেশের এক ইঞ্চি নদীও কেউ দখল করতে পারবে না।’

রবিবার (২১ এপ্রিল) বিকালে মাদারীপুরের শিবচরে এলজিইডির বাস্তবায়নে ১০ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার দৈর্ঘের শেখ হাসিনা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খালেদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে ২০০ ড্রেজার রয়েছে। আগামী একবছরে আরও ২০০ ড্রেজার সংযুক্ত হবে। আগে সনাতন পদ্ধতিতে মাটি কাটা হতো, এখন শেখ হাসিনার আমলে ডিজিটাল পদ্ধতিতে মাটি কাটা হয়।’

তিনি আরও বলেন, ‘দেশের গার্মেন্টস, টেক্সটাইলসহ অন্য ব্যবসায়ীরাও এখন ড্রেজিং ব্যবসায় চলে আসছে। শেখ হাসিনার সরকার দেশের ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করবে।’

নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয় সংসদের চিফ হুইফ নুর-ই-আলম চৌধুরী এমপি, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রলয় কান্তি বিশ্বাস, মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রমুখ।