কটিয়াদিতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কটিয়াদিতে বাজার তদারকি করেন সহকারী পরিচালক ইব্রাহীম হোসেনকিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাজার তদারকি (অভিযান) করেন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

ইব্রাহীম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান ব্যবহার করে বেকারি পণ্য তৈরি করার অপরাধে মসূয়া বাজারের পপি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বেতাল বাজারের মেডিটেক বিজনেস পয়েন্টকে পাঁচ হাজার এবং মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস ও খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে মনির স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

জেলা পুলিশের সহযোগিতায় বাজার তদারকি কার্যক্রমে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ওজনে কম দেওয়ায় জরিমানা