দরিদ্রদের এগিয়ে নিতেই কাজ করছে সরকার: জাহিদ মালেক

নিরাপদ পানির ফিল্টার বিতরণ করছেন স্বাস্থ্যমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দরিদ্র ও দুস্থদের নিয়ে ভাবেন। দরিদ্রদের এগিয়ে নিতেই তার সরকার কাজ করে যাচ্ছে।’

শনিবার (১১ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খাবার পানির ফিল্টার ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘সরকার সংবিধান দ্বারা জনগণকে নিয়ন্ত্রণ করে না; বরং সংবিধান দ্বারা জনগণই সরকারকে নিয়ন্ত্রণ করে। বর্তমান সরকার চায়, একটি মানুষও যাতে গৃহহীন, চিকিৎসাহীন ও অনাহারে না থাকে। শুধু তাই নয়; কোনও ছেলেমেয়ে যাতে বিদ্যালয়ের বাইরে না থাকে, সেজন্যও কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘আমাদের দেশে এখনও বহু টিউবওয়েলে আর্সেনিক আছে। এই আর্সেনিকযুক্ত পানি পান করলে শরীরে ক্যান্সারসহ বিভিন্ন রোগ হয়। কাজেই আর্সেনিকমুক্ত পানি পান করার বিষয়ে আমাদের খেয়াল করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পানি শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিশুদ্ধ পানি ব্যবহার না করলে ডায়েরিয়া, কলেরা, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগে আমরা আক্রন্ত হতে পারি। বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন শরীর সুস্থ থাকে, অন্যদিকে রোগ-জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার বিফাত রহমান শামীম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন সরদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।