হাইড্রোজ রঙ চিনি দিয়ে গুড়!

 

বাজার তদারকিরাজবাড়ীতে ভেজাল গুড় ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সদর উপজেলার বড় বাজারের গুড় বাজারে অভিযান চালিয়ে দেড় মণ ভেজাল গুড় জব্দ করা হয়। রবিবার (১২ মে) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জব্দ গুড়রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, হাইড্রোজ, টেক্সটাইলের রঙ ও চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় বিক্রির দায়ে গুড় ব্যবসায়ী মইনুদ্দিনকে ৪২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রায় ৬৫ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয়।