কৃষকের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করলেন টুঙ্গিপাড়ার ইউএনও

ধান সংগ্রহে কৃষকের বাড়িতে ইউএনও (ছবি– প্রতিনিধি)

সরকারের বেঁধে দেওয়া দামে এক কৃষকের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাকিব হাসান তরফদার। মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া গ্রামের শেখ গাউচুল হকের বাড়ি থেকে ৩ টন ধান সংগ্রহ করেন তিনি।

খাদ্য অফিস সূত্র জানায়, কেজি প্রতি ২৬ টাকা দরে পুরো উপজেলা থেকে মোট ২৮১ টন ধান কেনা হবে। ধান কেনার এ কর্মসূচি ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

ইউএনও নাকিব হাসান তরফদার বলেন, ‘টুঙ্গিপাড়ার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে সরকার নির্ধারিত ২৬ টাকা দরে। এখানে বিন্দুমাত্র কোনও অনিয়ম হতে দেওয়া হবে না। এ ছাড়া, আমরা নির্দিষ্ট সময়সীমার ভেতরে ধান সংগ্রহ সমাপ্ত করবো।’