গ্যাসের আগুনে প্রাণ গেলো একই পরিবারের চারজনের

গাজীপুর

গাজীপুর মহানগরীর ইসলামপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে শরীফ মার্কেট সংলগ্ন ইকবাল মাহমুদের ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ‘রেনেসা অ্যাপারেলস’ পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর শাহ আলম (৩৮), তার স্ত্রী একই কারখানার সুইং অপারেটর মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। নিহত শাহ আলম পটুয়াখালীর বাউফল উপজেলার রহিম মৃধার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী জানান, স্বামী-স্ত্রী একই কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজ শেষে বাসায় ফিরে গ্যাসের চুলায় রান্না করছিলেন মনিরা বেগম। একপর্যায়ে গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ঘরময় ছড়িয়ে পড়লে শিশু ফাতেমা অগ্নিদগ্ধ ও বাকিরা শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক
আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ঘরের মালামাল পুড়েছে। আগুন ওই ঘরের বাইরে ছড়াতে না পারায় আর কোনও হতাহতের ঘটনা ঘটেনি।