মানিকগঞ্জে এসি বাসে আগুন, যান চলাচলে ধীর গতি

মানিকগঞ্জে এসি বাসে আগুন

মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী কে লাইন নামে একটি এসি বাসে আগুন ধরে যায়। সোমবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবহনের হেলপার জানান, সাতক্ষীরা থেকে ১০/১২ জন যাত্রী নিয়ে রাত ১০টার দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে আসার পর বাসে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ওয়্যারিংয়ের তার থেকে বাসের এসিতে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।