অবৈধভাবে ট্রেনযাত্রীদের কাছ থেকে টাকা আদায়, এএসআই প্রত্যাহার

রাজবাড়ীঅবৈধভাবে ট্রেনযাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে আশাতুর রহমান নামে রাজবাড়ী রেলওয়ে পুলিশের এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে পাবনার পাকশি পুলিশ লাইন্সে তাকে প্রত্যাহার করা হয়। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৯ জুন রাজবাড়ীর পাংশা রেলস্টেশন থেকে কালুখালী স্টেশনের দিকে যাচ্ছিল মধুমতি এক্সপ্রেস। ওই ট্রেনে ছিলেন রাজবাড়ী রেলওয়ে পুলিশের এএসআই আশাতুর রহমান। এ সময় তিনি অবৈধ্যভাবে জোরপূর্বক ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করেন। ট্রেনটি কালুখালী স্টেশনে পৌঁছালে যাত্রীদের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার বাকবিতণ্ডা হয়। যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। ওই ঘটনাকে কেন্দ্র করে এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহর করা হলো।