বাল্কহেডের ধাক্কায় বালু নদীতে ট্রলার ডুবে ২০ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারের যাত্রীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান, সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের বালুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২০ শিক্ষার্থী বালু নদীতে ট্রলার নিয়ে পিকনিকে আসে। দুপুর দেড়টার দিকে ট্রলারটি ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পানিতে তলিয়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি।

আহতদের মধ্যে রয়েছে—হোসেন, বারেক, নয়ন, সুব্রত, সাব্বির, ফরহাদ, হৃদয়, রিফাত, জয়, সবুজ, নয়ন, বিপ্লব, জুয়েল, সাজিদ, মানিক, সোহান, মামুন, সৌরভ ও রাহাত।