নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, একই পরিবারের তিনজন নিহত

খাদে পড়ে উল্টে যাওয়া মাইক্রোবাস (ছবি– প্রতিনিধি)

ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কোমরপুর সেনা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালী থানার ওসি এএফএম নাছিম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন– বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের দেউলি গ্রামের আসলাম মোল্লা (৫০), তার মা মহিরুন নেছা (৬৮) ও বোন আসিয়া বেগম ( ৪৭)। নিহত আসলাম মোল্লা ঢাকার গ্রামীণ জুয়েলার্সের অংশীদার।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ ঢাকা থেকে বোয়ালমারীতে আসছিলেন আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দেড়টার দিকে ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার সেনা ক্যাম্পের সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আসলাম মোল্লাসহ দুইজন নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়।

ওসি এএফএম নাছিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাসদস্যদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফমেকের ট্রমা সেন্টারে ভর্তি করে।