উপস্থিতি পর্যবেক্ষণে সরকারি দেবেন্দ্র কলেজে বায়োমেট্রিক পদ্ধতি চালু

মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজমানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের কলেজে উপস্থিতি নিশ্চিত করতে এই পদ্ধতি চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মো. নূরুল আমিন।

এই পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানে কে, কখন আসলো, কে অনুপস্থিত তা সহজেই জানা যাবে। উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য মেসেজ আকারে চলে যাবে কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইলফোনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক বশীর আহমেদ, কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের প্রভাষক জাফর ইকবাল, বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্টের প্রতিনিধিরা।